কিভাবে লেখালেখি করে অনলাইন থেকে ইনকাম করবেন
আসসালামুয়ালাইকুম প্রিয় ভিজিটর্স আশা করি আপনি অনেক ভালো আছেন
টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব আমরা এর আগেও কয়েকটি ব্লগ এই ওয়েবসাইটে শেয়ার করেছে তার ভিতরে দেখিয়ে-দিয়েছি কিভাবে ব্লগ সাইট থেকে ইনকাম করা যায় ।কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায় আমারা অনেক ধরনের ব্লগ এখানে শেয়ার করেছি। আজকের টপিকটা সম্পন্ন ভিন্ন ধরনের আজকে এখানে আমরা আলোচনা করব কিভাবে লেখালেখি করে ইনকাম করতে পারেন। আসলে আমরা অনলাইন ইনকাম টাকে যতটা সহজ মনে করি অনলাইন ইনকাম অত সহজ না। অনলাইনে ইনকাম করতে হলেও আপনাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে। এক কথায় বলতে গেলে অভিজ্ঞতা ছাড়া বর্তমান জগতে কোনো প্রকারেই ইনকাম সম্ভব না। যেহেতু আমরা ডিজিটাল যুগে বসবাস করতেছি. তাই অবশ্যই সবার মনে ডিজিটাল ইনকামের একটি প্রশ্ন জেগে থাকে। আবার মনে করেন সত্যিই কি অনলাইনে ইনকাম করা যায়। হ্যাঁ আমি বলবো অনলাইন থেকে ইনকাম করা যায়। এটা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়। সত্যি, আপনাকে অভিজ্ঞ হতে হবে ধৈর্য ধারণ করতে হবে। আমি মনে করি বর্তমান যুগে আপনি অনলাইন সম্পর্কে যে জ্ঞানই থাকুক না কেন আপনি যেই বিষয়ে অভিঙ্গ হোন না কেন ওটা কে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। তার বিতর একটি হল লেখালেখি করে ইনকাম। আপনি এখন ভাবছেন সত্যিই কি লেখালেখি করে ইনকাম করা যায়। হ্যাঁ যায়,আপনার যদি লেখালেখি করতে ভালো লাগে, তাহলে লিখেও আপনি ইনকাম করতে পারবেন। আপনি upwork.com রাইটিং জবস search দিয়ে দেখেন অনেক জবস পেয়ে যাবেন ।যেখানে আপনাকে একটি ফেজ লেখার জন্য 3 ডলার থেকে চার ডলার এমনকি 50 থেকে 100 ডলার ভায়াররা দিয়ে থাকে। fiber.com সার্চ দিয়ে দেখেন তাই দেখবেন রাইটিং এর জন্য তারা ভালো অংকের টাকা পে করে। শুধু আপনার থাকা দরকার অভিজ্ঞতা।
এবার আমরা আলোচনা করি জবগুলো কি কি টাইপের হতে পারে।লেখালেখি কাজগুলো তেমন কঠিন নয়।তবে একটু বুঝতে পারলে আপনি ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন।
১ম হল আপনাকে তার কোন ব্লগ সাইটে ব্লগ লিখতে হতে পারে।সে আপনাকে মাসিক বেতন হিসেবে রাখতে পারে।অথবা একটি ব্লগ লিখে দিতে বলতে পারে।অবস্যই তার ওয়েবসাইট রিলেটেড ব্লগ হতে হবে।
২য় হতে পারে সে যেকোনো PDF ফাইল দিয়ে বলবে এটাকে WORD এ লিখে দিতে।অবশ্যই আপনাকে নির্ভুল ভাবে লিখে দিতে হবে।
৩য় হতে পারে কোনো অডিও ফাইল দিবে ওটা শুনে আপনি word এ লিখে দিতে হবে।
৪র্থ হতে পারে যে কোনো ভিডিও ফাইল word এ লিখে দিতে হতে পারে।
৫ম আবার অন্য word ফাইল রি-রাইটিং করে লিখে দিতে হতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন