এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
এফিলিয়েট মার্কেটিং আসলে আমরা যারা অনলাইনে ইনকাম করতে চাই, সঠিক কোনো ধারনা না নিয়েই রাতারাতি ইনকামের চেষ্টা শুরু করে দেই। কিন্তু অনলাইন ইনকাম এতো সহজ নয়। এর জন্য থাকতে হবে ধৈয্য ও প্রবল ইচ্ছাশক্তি। তা না হলে আপনি আলটিমেটলি লুজার। তো যাই হোক এবার কাজের কথায় আসা যাক। অনলাইন ইনকামের মধ্যে অন্যতম রয়েছে এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং করে অনেকেই ইনকাম করতেছেন ৩০,০০০-৪০,০০০ টাকা। তো আপনি বসে থাকবেন কেনো। এফিলিয়েট মার্কেটিং কি? ধরুন আপনি বাংলাদেশে কোন কম্পানির পোডাক্ট এর ডিলার নিলেন,এখন আপনি প্রডাক্ট বিক্রি করলেই একটা কমিশন পাবেন। কম্পানি আপনাকে কমিশন কেন দিল অব্যশই বিক্রি করার জন্য। এখানে আমার বিক্রি যত হবে আপনার কমিশন ততও বাড়বে। অনলাইনে ই-কমার্স যে সকল প্রডাক্ট আছে, তাদের ঠিক সেই রকম সুযোগ সুবিধা আছে, আপনি অনলাইন ই-কামর্স প্রডাক্টের বিক্রি করে ইনকাম করতে পারবেন। এফিলিয়েশন হচ্ছে কোন কোম্পানীর হয়ে প্রচারে সাহায্য করা। বিনিময়ে আপনি পাবেন কমিশন। আপনার ওয়েবসাইটে তাদের বিজ্ঞাপন ব্যবহার করবেন। এজন্য সাধারনত তাদের নিজস্ব টেক্সট লিংক, ব্যানার বিজ্ঞাপন ই...