এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

এফিলিয়েট মার্কেটিং

আসলে আমরা যারা অনলাইনে ইনকাম করতে চাই, সঠিক কোনো ধারনা না নিয়েই রাতারাতি ইনকামের চেষ্টা শুরু করে দেই। কিন্তু অনলাইন ইনকাম এতো সহজ নয়। এর জন্য থাকতে হবে ধৈয্য ও প্রবল ইচ্ছাশক্তি। তা না হলে আপনি আলটিমেটলি লুজার।

তো যাই হোক এবার কাজের কথায় আসা যাক। অনলাইন ইনকামের মধ্যে অন্যতম রয়েছে এফিলিয়েট মার্কেটিং।

এফিলিয়েট মার্কেটিং করে অনেকেই ইনকাম করতেছেন ৩০,০০০-৪০,০০০ টাকা। তো আপনি বসে থাকবেন কেনো।

এফিলিয়েট মার্কেটিং কি?

ধরুন আপনি বাংলাদেশে কোন কম্পানির পোডাক্ট এর ডিলার নিলেন,এখন আপনি প্রডাক্ট বিক্রি করলেই একটা কমিশন পাবেন। কম্পানি আপনাকে কমিশন কেন দিল অব্যশই বিক্রি করার জন্য। এখানে আমার বিক্রি যত হবে আপনার কমিশন ততও বাড়বে। অনলাইনে ই-কমার্স যে সকল প্রডাক্ট আছে, তাদের ঠিক সেই রকম সুযোগ সুবিধা আছে, আপনি অনলাইন ই-কামর্স প্রডাক্টের বিক্রি করে ইনকাম করতে পারবেন। এফিলিয়েশন হচ্ছে কোন কোম্পানীর হয়ে প্রচারে সাহায্য করা। বিনিময়ে আপনি পাবেন কমিশন। আপনার ওয়েবসাইটে তাদের বিজ্ঞাপন ব্যবহার করবেন। এজন্য সাধারনত তাদের নিজস্ব টেক্সট লিংক, ব্যানার বিজ্ঞাপন ইত্যাদির ব্যবস্থা থাকে। গুগলের এডসেন্স এর সাথে তুলনা করতে পারেন। তাদের সদস্য হবেন, তাদের সাইট থেকে কোড আপনার সাইটে ব্যবহার করবেন, আপনার সাইটে তাদের বিজ্ঞাপন দেখা যাবে।
Re-seller
কোনো কোম্পানির সাথে আপনি রি-সেলিং করেও ইনকাম করতে পারেন। এখন বাংলাদেশে ‍রিসেলার অ্যাপ রয়েছে যা আপনি Play store এ চার্স দিলেই পেয়ে যাবেন।
Ad Network
এফিলিয়েট নেটওয়ার্কের মত অনলাইন বিজ্ঞাপনের জন্যও রয়েছে নেটওয়ার্ক। যারা বিজ্ঞাপন দিতে আগ্রহী তারা তাদের মাধ্যমে সহজে বিজ্ঞাপন দেয়ার সুযোগ পান। তাদের প্রচার করেও আপনি আয় করতে পারেন।
Pay Per Sale
যারা অনলাইনে বিক্রি করে তাদের পন্য বিক্রি করে আপনি কমিশন পেতে পারেন।এক্ষেত্রে শর্ত হচ্ছে বিক্রি না হওয়া পর্যন্ত আপনি টাকা পাবেন না। ই-বে, আমাজন এর পন্য নিজের সাইটে রেখে এভাবে বিক্রি করে টাকা পেতে পারেন।
Residual income
আপনার পাঠানো ক্রেতা যতবার কিছু কিনবেন ততবার আপনি সেখান থেকে কমিশন পাবেন। অ নেকে সারাজীবন এই কমিশনের সুযোগ দেয়।
Business Opportunities
অনলাইন ব্যবসার পরামর্শ, ঘরে বসে আয় করার পদ্ধতি ইত্যাদি নিয়ে কাজ করা কোম্পানী।  এদের কাছে ক্লিক করার জন্য এবং বিক্রির কমিশন দুইই পাওয়া যায়।
যারা এফিলিয়েট মার্কেটিং কাজে নামেন তারা নিজের ভাগ্য নিজে গড়ে নিতে চান।নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার তাগিদ নেই, কেউ খবরদারি করার নেই। মুলত এইস্বাধীনতার কারনেই অধিকাংশ মানুষ এদেকে আকৃষ্ট হন। সেইসাথে অধিক পরিমানআয়ের বিষয় তো আছেই। এইকাজে প্রতিযোগিতা অত্যন্ত বেশি।  এফিলিয়েট মার্কেটিং এর সফলতা নির্ভর করে দীর্ঘদিনের কর্মফলের ওপর।  আপনি হঠাত করেই এই কাজে ভাল করতে পারেন না। যদি আমাজন, ই-বে এদের এফিলিয়েশন নিয়ে ওয়েবসাইট ব্যবহার করেন তাহলে কয়েক মাস কিংবা বছর ধরে আপনাকে ভিজিটর আনারচেষ্টা করে যেতে হবে। ভিজিটর কি পছন্দ করেন সেদিকে লক্ষ রাখতে হবে।
এফিলিয়েট সম্পর্কে ফুর ধারনা পেতে অথবা ইনকাম কেরতে চাইলে ব্লোগের অন্যান্য পোষ্ট গুরে আসুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এক অসমাপ্ত ভালোবাসার গল্প

একটি মর্মান্তিক ভালোবাসার গল্প

কিভাবে লেখালেখি করে অনলাইন থেকে ইনকাম করবেন