অনলাইন ইনকাম সম্পর্কে বেসিক ধারনা
Internet থেকে টাকা আয় করার জন্য, অনেক উপায় বা মাধ্যম আমাদের হাথে রয়েছে। আমি নিজেই, আমার মাসিক ইনকামের অনেক বেশি পরিমান, ইন্টারনেটের থেকেই পাচ্ছি। তবে, Online income করার রাস্তা আপনার জন্যও অবশই খোলা রয়েছে। কেবল প্রয়োজন, আপনার মধ্যে কিছু সাধারণ কৌশল ও দক্ষতা (skills) Internet থেকে online earning করার জন্য, আজ বেশিরভাগ ছাত্ররা (students) বিভিন্ন উপায় খুজেঁন। তাছাড়া, কিছু সংখক লোকেরা বা মহিলারা ঘরে বসেই অনলাইন ইনকাম করার উপায় জানার জন্য অনেক উৎসুক।
↦
কিন্তু মনে রাখবেন, অনলাইন ইনকামের যেভাবে অনেক লাভজনক উপায় রয়েছে, ঠিক সেভাবেই, অনেক মিথ্যা (false) বা জালি (fake) মাধ্যমও রয়েছে। এই ধরণের মাধ্যমে, আপনার কেবল সময় নষ্ট হবে।এবং, টাকা দেয়ার নামে আপনাকে কিছুই দেয়া হয় না। তাই, আজ ইন্টারনেটে টাকা কমানোর উপায় গুলির মধ্যে সব গুলোই কিন্তু আসল (real) বা জেনুইন (genuine) নয়।
তবে, ইন্টারনেটে টাকা উপার্জনের যেসব নিশ্চিত বা জেনুইন উপায় রয়েছে, সেগুলি যদি আপনারা সঠিক ভাবে ব্যবহার করে লাভ নিতে পারেন, তাহলে বিশ্বাস করুন, আপনি কিছু দিনেই এতো টাকা আয় করতে পারবেন যে অন্য কোনো কাজ করার প্রয়োজন হবেনা।
Online taka income এর এই মাধ্যম গুলি জেকেও ব্যবহার করে কাজ করতে পারবেন।
যেমন, স্কুল বা কলেজে পড়া ছাত্ররা (students), retired মানুষেরা বা housewives এবং আপনি বা আমি জেকেও part-time বা full-time online income এর উদ্দেশ্যে এই নিশ্চিত উপায় গুলি ব্যবহার করতে পারি।
আজ অনেকেই রয়েছেন যারা, online earning কোরে যেকোনো চাকরির থেকে দুগুণ টাকা আয় করছেন। এবং, যত বেশি দিন যাচ্ছে, ততটাই, “internet থেকে টাকা আয়” করার বিভিন্ন নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে।
নিচে, আমি কিছু উপায় বলবো যেগুলির মাধ্যমে আজ বিভিন্ন দেশের লোকেরা ঘরে বসেই ভালো পরিমানে টাকা ইনকাম করছেন। কিছু ক্ষেত্রে, লোকেরা মাসে লক্ষ লক্ষ টাকাও আয় করছেন। ইন্টারনেট থেকে উপার্জন করার জন্য আপনাদের কি কি লাগবে, সেটা কেবল আপনি কোন কাজটি করছেন সেটার ওপরেই নির্ভর করবে।অর্থাৎ আপনি কোন বিষয়ের উপর দক্ষ।
তবে, সাধারণ ভাবে একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে এবং তাতে ইন্টারনেট কানেক্শন (internet connection) থাকাটা জরুরি।
তারপর, আপনারা যেকোনো জায়গার থেকে নিজের কাজ ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন। একি জায়গায় বসে থাকার কোনো দরকার হবেনা।
তাই, এক্ষেত্রে একটি ল্যাপটপ (laptop) থাকাটা আপনার জন্য অধিক লাভজনক প্রমাণিত হবে।
কিন্তু, আপনারা যদি মোবাইল ব্যবহার করে কাজ করার কথা ভাবছেন, তাহলে আগেই বলে দি, “এভাবে যেকোনো অনলাইন কাজ করাটা সম্ভব না” .
দেখুন, ইন্টারনেট থেকে ভালো পরিমানে টাকা ইনকাম করার জন্য আপনার প্রফেশনালি (professionally) কাজ করতে হবে।
এবং, তার জন্য একটি ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন।
তবে হ্যা আপনি আমাদের এ ওয়েবসাইট থেকে আরও কয়েকটি ব্লোগ পরে নেন।মোবাইল দিয়ে ইনকামের অনেক ব্লোগ পাবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন