অনলাইন ইনকাম ফুল গাইডলাইন

অনলাইন ইনকাম
অনলাইন জগতে আপনাকে স্বাগতম।অনলাইনে ইনকাম সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত।সবাই মোটামুটি জানি।আবার কেউ বা জানার চেষ্টা করতেছি। আসলে আমরা এটা জানিনা যে অণলাইনে ইনকাম ওতো সহজ না।তবে হ্যা আবার সহজ ও যদি আপনি আপনার টার্গেট অনুযায়ি কাজ সুরু করতে পারেন।
অনলাইনে বিভিন্ন ভাবে ইনকাম করা যায়। তার মধ্যে যেই ইনকাম গুলো সহযেই করা ওগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আসুন যেনে নেয়া যাক কি কি মাধ্যমে অনলাইন থেকে আয় করা যায়।
১।ব্লোগ লিখেঃ
আপনি যদি ব্লোগ লিখে ইনকাম করতে চান, তাহলে আপনি যেই বিষয়ে বেশি পারদর্শি ওই বিষয় নিয়ে একটি ব্লোগ লিখা শুরু করুন।তবে হ্যা ব্লোগ লিখার আগে ভালো করে ইউটিউব থেকে শিখে নিবেন।ব্লোগ লিখতে হলে আপনাকে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে এতে করে খুব ভালো ফল পাওয়া যায়। যেমন হতে পারে


  1. গল্প লিখা
  2. ইনকাম সম্পর্কে লিখা
  3. কোন শিখনীয় বিষয় সম্পর্কে লিখা

২।ইউটিউবিং করেঃ
ইউটিউবিং করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনাকে ওই বিষয়ে দক্ষ হতে হবে।এক কথায় আপনি যেটাই করেন না কেনো আপনি ওই বিষয়ে আগে দক্ষতা অর্জন করতে হবে।আর যে ‍বিষয় নিয়ে কাজ করতে পারেন


  1. যে কোনো ফানি ভিডিও করা
  2. আপনি যে বিষয়ে অভিঙ্গ ওই বিষয়ে শিখানো

৩।এফিলিয়েট করেঃ
এফিলিয়েট করেও আপনি মাসে ১০,০০০-২০,০০০ টাকা ইনকাম করতে পারবেন।এফিলিয়েট বর্তমানে একটি জনপ্রিয় ইনকাম সোর্স হিসেবে কাজ করে।অনেক সাইট এর মাধ্যমে এফিলিয়েট করা যায় তার মধ্যে রয়েছে


  1. দারাজ (DARAZ)
  2. বিডি সপ (BD SHOP)
  3. আমাজন (AMAZON)

৪।ফেসবুক মার্কেটিং করেঃ
ফেসবুক মর্কেটিং করেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন।ফেসবুক মার্কেটিং এর মধ্যে মুলত এড কেমপেইন করা।

৫।ভার্চ্যুয়াল সহকারীঃ

এখন ভার্চ্যুয়াল সহকারীদের কাজের ক্ষেত্র বেড়েছে। ঘণ্টাপ্রতি আয়ও বেশি। বাড়ি থেকে করপোরেট অফিসের নানা কাজ অনলাইনে করে দেওয়ার সুবিধা আছে এখন। ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মী বা নিজের ব্যবসা নিজেই চালানো যায়। বিভিন্ন দক্ষতার ভিত্তিতে ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেয় প্রতিষ্ঠান। এর মধ্যে ফোন কল, ই-মেইল যোগাযোগ, ইন্টারনাল রিসার্চ, ডেটা এন্ট্রি, এডিটিং, রাইটিং, ব্লগ, গ্রাফিকস, টেক সাপোর্ট, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার মতো কাজ থাকে। ২৪ / ৭ ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যাচ, ফ্রিল্যান্সার ডটকম, পিপল পার আওয়ার, আপওয়ার্কের মতো সাইটগুলোতে কাজ পাওয়া যায়। যে সকল মার্কেটপ্লেস গুলোতে কাজ পাওয়া যায়।
  1. Fiver.com
  2. Upwork.com
  3. Frelancer.com
৬।অনুবাদঃ
ইংরেজির পাশাপাশি অন্য কোনো ভাষা ভালোভাবে জানা থাকলে সেই দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন। বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ডকুমেন্ট অনুবাদ করে আয় করতে পারেন। যাঁদের স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি, জার্মানসহ অন্যান্য ভাষা জানা আছে এবং এগুলো থেকে ইংরেজিতে অনুবাদ বা ইংরেজি থেকে এসব ভাষায় অনুবাদ করতে পারলে ভালো আয় করতে পারবেন। অনেক সময় কাজদাতারা নিজে সময়ের অভাবে অনুবাদের কাজ ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নেন। ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এ ধরনের কাজ পাবেন।
⟷↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔
বিঃদ্র-আপনি ইচ্ছা করলে আমাদের এই সাইট থেকেও এফিলিয়েট ইনকাম করতে পারেন।এই সাইটটিতে দুটি কোর্স আছে( ফ্রি কোর্স) ও (ফেইড কোর্স) আপনি সাইটে (সাইন আপ) করে ফ্রি কোর্সটি দেখে আসতে পারেন।পেইড কোর্সের মাধ্যমে আপনি কমপ্লিট ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন।
সাইট ‍লিংক ( https://bit.ly/2zuCFlm )
⇒তবে হ্যা আপনি এফিলিয়েট ইনকাম করতে হলে পেইড কোর্সটি করতে হবে। অন্যথায় কেউ ফ্রি কোর্স করে এফিলিয়েট ইনকাম করতে পারবে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এক অসমাপ্ত ভালোবাসার গল্প

একটি মর্মান্তিক ভালোবাসার গল্প

কিভাবে লেখালেখি করে অনলাইন থেকে ইনকাম করবেন