চ্যটবোটের মাধ্যমে ইনকাম
বর্তমানে ফেসবুকে আলোরন সৃষ্টিকারি জিনিস হলো চ্যাটবোট।চ্যাটবোটের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে করতে পারবেন ব্যপক বিস্তৃত।একটি চ্যাটবোট পারে আপনার হাজার হাজার কাষ্টমারকে ধরে রাখতে।এবং আপনার সময়কে বাচাতে।আপনি জদি ফেসবুকে কোন এড রান করেন সে ক্ষেত্রে দেখা যায় এক সাথে অনেক মেছেজ আসে যা আপনার একার পক্ষে রিপ্লে দেয়া সম্ভব না।যদি একসাথে হাজার হাজার মেছেজ ও আসে সব রিপ্লে দেবে চ্যাটবোট। মোটকথা চ্যাটবোট আপনার এসিসটেন্ট হিসেবে কাজ করবে।
Chatbot চ্যাটবটঃ
মানুষের কথার বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান সাপোর্টে লোক রাখেন। যারা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকেন। তো সাপোর্টের ব্যক্তিটি কিন্তু প্রায় একই ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকেন।
যদি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্ট ব্যবহার করে তাদের সমস্যা এবং তার উত্তর চ্যাটিং এ দেওয়া সম্ভব হয় তাহলে অনেক কম লোক অনেক বেশি সাপোর্ট দিতে পারে। আর এ জন্যই চ্যাটবট chatbot.
বিভিন্ন প্রতিষ্ঠান তার নিজের প্রয়োজন অনুসারে চ্যাটবট বানিয়ে থাকে যার মাধ্যমে কাস্টমারের সাথে চ্যাটিং করবে। প্রশ্ন করলে উত্তর দিবে। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্ট ব্যবহার করে এই বট তৈরী করা হয় এবং দিন দিন এটি আরো বেশি উন্নততর হবে সয়ংক্রিয়ভাবে।
আর এই চ্যাটবোটের কাজ ভালো করেে আয়ত্ত করে আপনি অন্যের ফেজে চ্যাটবোট সেট করে দিয়ে আয় করতে পারেন অনেক টাকা।
যে কোন একজন চ্যাটবোট ডেভলোপার একটি চ্যাটবোট সেট করার মাধ্যমে ণিয়ে থাকে ১৫০০-২০০০ টাকা। যা আপনি শিখে আপনিও ইনকাম করতে পারেন।বর্তমানে ফাইবারেও চ্যাটবোটের অনেক কাজ পাওয়া যায়।প্রতিযোগিতা অনেক কম, ইচ্ছা করলে ফাইভারে একাউন্ট করে গিগ দিতে পারেন।
বি:দ্রঃআমার কাছ থেকে চ্যাটবোট বানানো শিখতে চাইলে আমাকে ইনবক্স করুন।
Excellent
উত্তরমুছুন