ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায়

  ইউটিউব থেকে ইনকাম

 অনলাইন থেকে ইনকাম করার মাধ্যমগুলোর মধ্যে  ইউটিউব একটি প্লাটফর্ম আশা করি পুরো পোস্টটি পড়বেন ধৈর্য ধরে, যদি পোস্টটি পড়তে না পারেন ধৈর্য ধরে তাহলে বুঝে নেন অনলাইন ইনকাম আপনার জন্য না। ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ুন। অন্তত উপকার করতে না পারি কিছু পরামর্শ দিতে পারব।ইউটিউব থেকে ইনকাম করা যায়, এটা অবশ্যই আপনি জানেন।না জানলে আমাদের এই ব্লগ  পর্যন্ত আপনি আসতে পারতেন না । বর্তমান বিশ্বে যারা অনলাইন সম্পর্কে ভাল বুঝেন তাদের বেশির ভাগই ভালো একটা ইনকাম জেনারেট করেন তারা অনলাইন থেকে। আবার যারা নতুন তারা অনেকেই ভাবেন যে সত্যিই কি অনলাইন থেকে ইনকাম করা যায়। কথাটা আসলেই সত্যি তবে এর জন্য প্রচুর ধৈর্য ধরতে হয়। অনলাইন থেকে ইনকাম করলে হুট করেই ইনকাম করা যায় না। তার জন্য থাকতে হয় প্রচুর ধৈর্য মনোবল ইচ্ছাশক্তি এগুলো না থাকলে অনলাইন ইনকাম আপনার জন্য না। আপনি লেগে থাকতে পারলে অনলাইন থেকে এত পরিমান ইনকাম করতে পারবেন যে আপনাকে বাইরে আর কাজ করতে হবে না। একটা সময় আপনি প্রচুর পরিমাণ ইনকাম পাবেন এখান থেকে।বর্তমানে আমাদের দেশে যে পরিমাণ বেকারত্ব আছে আমি মনে করি অনলাইন প্লাটফর্ম গুলো এই বেকারত্ব দূর করার একটি মাধ্যম। স্টুডেন্ট লাইফে হাত খরচের জন্য হলেও ইউটিউব ইনকাম টা খুবই জরুরী। ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি অল্টারনেটিভ আমি মনে করি। আমার দেখা অনেক ইউটিউব চ্যানেল মালিক আছেন, যারা কিনা তাদের নিজের ভিডিও বানিয়ে মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করে থাকেন। আমি কি আমার ব্লগ পড়ার জন্য মিথ্যা বলছি, না আপনি গুগল চার্জ দিয়ে দেখতে পারেন ইউটিউব এ চার্জ দিয়ে দেখতে পারেন।





 আচ্ছা আমরা কথা না বাড়িয়ে আসল কথায় চলে যাই, ইউটিউব থেকে ইনকাম করা যায় এটা সচরাচর এখন সবাই জানে। ইনকাম করা যায় এটা জানি তবে আসলে কি ইউটিউব কোম্পানি কাউকে টাকা প্রদান করেন। উত্তরে আমি বলবো না, আমি কেন বলব না আসলে ইউটিউব কোম্পানি কাউকে টাকা প্রদান করেন না। ইউটিউব চ্যানেল আমার ইউটিউবে ভিডিও আপলোড করে আমার এতে করে ইউটিউব কোম্পানি কি লাভ হবে ।কেন ইউটিউব কোম্পানি আমাকে টাকা দেবে। মূলকথা ইউটিউব কোম্পানি কাউকে টাকা দেন না। টাকা প্রদান করেন অ্যাড কোম্পানি। আমরা অনেক সময় দেখে থাকি ইউটিউবে ভিডিও দেখার সময় ভিডিওর মাঝখানে বা প্রথমে একটি অ্যাপ চলে আসে, আসলে এই এড এর মাধ্যমে ইনকাম করা হয়। আর এইগুলা আপনার ভিডিওতে এড করার জন্য অ্যাডসেন্সে একাউন্ট করতে হয়।  আর এই অ্যাডগুলো যখন ভিজিটররা ক্লিক করে বা দেখে, ওইখান থেকেই আপনার একটা ইনকাম জেনারেট হয়। আসলে ইউটিউব ইনকাম টা এরকম একটা ইনকাম আপনি একটা চ্যানেল যদি ভালো করে ডেভলপ করতে পারেন তাহলে আপনি লাইফটাইম এখান থেকে ইনকাম পাবেন। ধীরে ধীরে একটা সময় আপনার চ্যানেলটি যখন অনেক ভালো একটি রেংকে চলে যাবে তখন প্রচুর পরিমান ইনকাম আপনার এখান থেকে আসবে। অনলাইন জগতে এর চাইতে ভাল প্যাসিভ ইনকাম আর আছে কিনা আমার জানা নেই। যেখান থেকে ঘুমিয়ে থাকলেও ইনকাম আসে। আমি কি এগুলো বলে আপনাকে ইমপ্রেস করছি। আসলেই না, তাহলে  ইউটিউবে এত চ্যানেল কেন মানুষ ক্রিয়েট করেন। কারণ তারা জানেন এটা থেকে একসময় হিউজ পরিমান ইনকাম করা সম্ভব।




 আচ্ছা আমরা অনেকক্ষণ যাবৎ বকবক করেই যাচ্ছি। আমার বকবকানি শুনে আপনার কি লাভ আর এগুলো  পরে আপনার কি লাভ। আমি আপনাকে বলব যেহেতু আপনি গুগলে চার্জ করে আমার এই ব্লগ টি পেয়েছেন, আমি মনে করি আপনার কোন উপকার করতে পারিনি। পারবো কিনা জানিনা, তবে এটুকু বলতে পারি যে আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান চারদিকে ঘোরাঘুরি না করে, আপনি এখন থেকেই শুরু করে দিন  ইউটিউব। যতই চারদিকে ঘুরবেন আপনি ততই পিছিয়ে পড়বেন। আজকে এখন থেকেই আপনি একটি চ্যানেল ক্রিয়েট করে ফেলুন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে টাকা আসবে না। আপনাকে এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। প্রতিদিন কমপক্ষে একটি করে ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন না পারলে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করতে হবে। আপনার চ্যানেল টি ইম্প্রুভ করতে হবে। আর অবশ্যই আপনি যেই চ্যানেলটি ক্রিয়েট করবেন ওই চ্যানেলের ভিডিও গুলো ইউনিক হতে হবে। বর্তমানে ইউটিউব চ্যানেলের অভাব নেই। ভিজিটররা আপনার চ্যানেল কেন দেখতে আসবে। অবশ্যই আপনার ভিডিওগুলো ইউনিক হলে,  ভিউয়ার আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ইউটিউব চ্যানেল আপনার কিন্তু ভিডিও বানাতে হবে ভিউয়ার দের জন্য। কেননা ভিউয়ার ছাড়া আপনার চ্যানেলটি সম্পূর্ণ অচল।



 আচ্ছা এবার আসি আমাদেরকে কি কি করতে হবে
১) প্রথমে আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। আচ্ছা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব, আমি ব্লগে লিখে দিতে পারব তবে আপনি তেমন একটা বুঝবেন না। তাই আমি বলবো আপনি ইউটিউবে একটি চার্জ দিয়ে দেখে নিবেন কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। লিখবেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন বাংলা, দেখবেন আপনি প্রচুর পরিমাণ ভিডিও পাবেন যেখানে সুন্দর করে দেখিয়ে দেওয়া হবে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়।



২) ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এবার চিন্তা করুন, যে আপনি কোন বিষয়ের উপর অভিজ্ঞ। মানে কোন বিষয়টা ভালো জানেন বা পারেন, আপনি যে বিষয়টি ভালো পারেন না কেন ওই বিষয়ের উপর ভিডিও বানানো শুরু করুন, মনে করুন আপনি ভাল রান্না করতে পারেন, আপনি আপনার রান্নার উপর ভিডিও তৈরি করুন। এখানে ভয়ের কিছু নেই, আপনি দেখবেন অনেকেই তাদের রান্নার উপর অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকেন ইউটিউবে তাহলে আপনি দিলে দোষের কি আছে। আপনি ভ্রমণ করতে ভালোবাসেন, তাহলে ভ্রমণের উপর ভিডিও বানান। আপনি অনলাইনে এর খুঁটিনাটি অনেক কিছু জানেন তাহলে সেই বিষয়ে উপর ভিডিও বানান। আপনি নাটক করতে পারেন, তাহলে ওই বিষয়ের উপর ভিডিও বানান। মোটকথা আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি পারেন। যা পারেন তা নিয়ে নেমে যান। সমস্যা নেই ভুল হোক প্রয়োজনে পরে প্রফেশনালভাবে আবার নতুন করে শুরু করবেন। অন্তত ফাস্ট টাইম ভুল থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।



৩)আপনি প্রথম দুই মাস প্রতিদিন একটি করে ভিডিও বানান। তাহলে দুই মাসে কতটি ভিডিও হল  ৬০ টি। তারপর ধীরে ধীরে প্রতিদিন না পারেন প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিবেন। ইউটিউব দেখে দেখে আপনি ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে হয় সেটা শিখে নিবেন। তারপর আপনার ভিডিওগুলো এসইও করতে থাকবেন। দেখবেন আপনার ভিডিওগুলো ভিউয়ার বাড়তে থাকবে। এবং গুগলে বা ইউটিউবে সারছে প্রথমে চলে আসবে। 



৪)এবার আপনি আপনার চ্যানেলটি অ্যাডসেন্সের সাথে যোগ করুন। অ্যাডসেন্সে এড করার জন্য অবশ্যই কিছু টার্মস এন্ড কন্ডিশন ফলো করতে হয়। সেগুলো পূরণ হলে, আপনি আপনার চ্যানেলটি অ্যাডসেন্সে অ্যাড করতে পারবেন। 



৫)আর হ্যাঁ আর একটি কথা যা আমি উপরে বলা দরকার ছিল। হয়তো কথায় কথায় চলে আসছি, আপনি কারো ভিডিও কপি করতে পারবেন না। কারো অডিও কপি করে আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না। কারো ফটো আপলোড করতে পারবেন না। তাহলে আপনার চ্যানেলটি যদি কঁপিরাইট ক্লাইম দেয়, তাহলে ইউটিউব কোম্পানি আপনার চ্যানেলটি ভ্যান করে দেবে। যা আপনার অনেকদিনের পরিশ্রমকে বৃথা করে দেবে। তাই অবশ্যই আপনাকে আপনার নিজের ভিডিও আপলোড করতে হবে।



 ধন্যবাদ, এতক্ষণ সময় দিয়ে আমাদের ব্লগ টি পড়ার জন্য। আমাদের এই ওয়েবসাইটে আরো অনেকগুলো ইনকামের ব্লক রয়েছে আপনি ইচ্ছা করলে একটু ঘুরে আসতে পারেন। আর অবশ্যই ব্লগ টি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।

ব্লগার থেকে কিভাবে ইনকাম করবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এক অসমাপ্ত ভালোবাসার গল্প

একটি মর্মান্তিক ভালোবাসার গল্প

কিভাবে লেখালেখি করে অনলাইন থেকে ইনকাম করবেন