এস ই ও কি? এবং ব্লগ সাইট কিভাবে এসইও করব, কিভাবে ব্লগ সাইটে হাজার হাজার ভিজিটর আনা যায়

 এসইও করে হাজার হাজার ভিজিটর আনুন আপনার ব্লগ সাইটে
আসসালামু আলাইকুম আশা করি ভাল আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ওয়েব সাইটটি ভিজিট করার জন্য, এবং আরো ধন্যবাদ দিচ্ছি আপনার জানার আগ্রহের জন্য অবশ্যই আপনি নতুন নতুন কিছু জানতে চান বা আপনার ভিতরে সৃজনশীলতা আছে তা না হলে আপনি কখনোই আমাদের এই পার্টে আসতেন না। অবশ্যই শিখার আগ্রহ আছে আপনার তাই আপনি এই পর্যন্ত আসতে পারছেন। শিখার আগ্রহ না থাকলে কখনোই এতদূর আসা সম্ভব হয় না ধন্যবাদ আপনাকে আজকে আমাদের টপিক হবে কিভাবে আমরা আমাদের ব্লগার সাইট থেকে ভিজিটর আনতে পারি। এবং SEO কাজ করতে পারি আসলে এসইও ডিজিটাল মার্কেটিং এর একটি পার্ট। আমরা SEO টাকে যতটা সহজ মনে করি আসলে ততটা সহজ না। SEO একটি ওয়েবসাইটের প্রাণ বলা চলে SEO ছাড়া একটি ওয়েবসাইট সম্পূর্ণ অচল। প্রত্যেকটা ওয়েবসাইটকে SEO করতে হয়।SEO না করলে আপনি আপনার ওয়েবসাইটটি কে জানতে পারবেন না বা অধিক ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে না। তাই এসইও করাটা খুবই গুরুত্বপূর্ণ ও এসইও এর পূর্ণরূপ হল (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) এসইওর সম্পর্কে সম্পূর্ণ ধারণা এসইও শিখতে আপনাকে মিনিমাম 6 থেকে 8 মাস সময় দিতে হবে। যেহেতু আমরা শুধু আমাদের ওয়েবসাইটে ভিজিটর আনব, সে ক্ষেত্রে আমি আপনাকে এসইওর কিছু ধারনা দেব যাতে খুব সহজে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে পারবেন। আমি বিভিন্ন এসইওর সিস্টেমগুলো শিখিয়ে দেব

 তো আজকে আমরা ছোট্ট একটি সিস্টেম নিয়ে আলোচনা করব।

 তার ভীতর হলো আপনাকে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়াতে একাউন্ট করতে হবে।আপনাকে আমি কিছু সোল মিডিয়ার একাউন্টের লিস্টে দিয়ে দিচ্ছি আপনারা এই সোশ্যাল মিডিয়াতে একাউন্ট করবেন।আপনার একাউন্ট গুলোকে সচল রাখবেন যেমনটা আমরা ফেসবুকে সব সময় থাকি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে থাকবেন। জাস্ট কিছুদিন আপনি এগুলো সচল রাখবেন তারপর ফ্রেন্ড বানাবেন বিভিন্ন মজার মজার পোস্ট করবেন। টুকিটাকি মাঝেমাঝে করবেন আর কি  তারপর যেটা আপনাকে করতে হবে আপনার ওয়েবসাইটে যে আর্টিকেলগুলো লিখবেন ওই আর্টিকেলের যেকোনো একটি আর্টিকেল লিংক কপি করে ওই সোসিয়াল মিডিয়াগুলোতে পোস্ট করবেন। এতে করে দেখবেন আপনার কি পরিমান ভিজিটর আসে আমার মনে হয় না যে ভিজিটর আনার জন্য এর চাইতে ভালো আর কোন পন্থা হতে পারে। আচ্ছা আর একটা কথায় আসা যাক আমরা ব্লগ সাইটে একাউন্ট করি অবশ্য কিছু লিখে মানুষের কাছে পৌঁছানোর জন্য। আবার কারো কারো লিখতে ভালো লাগে তাই লিখি, আবার কেউ কেউ ইনকাম করার জন্য ব্লগ সাইট ক্রিয়েট করে। জাতে করে ব্লগ সাইট ইনকাম করার জন্য। আপনাকে অ্যাডসেন্স অ্যাড করতে হয় তো অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত ভিজিটর থাকা লাগবে এবং ওয়েবসাইটটি অবশ্যই ছয় মাসের হতে হবে তো এখানে কোথাও বলা নেই যে আপনি অন্য জায়গা থেকে ভিজিটর আনলে হবে। যেতো এরকম কোন টার্মস এন্ড কন্ডিশন নেই, আমরা যেকোনো জায়গা থেকে ভিজিটর আনতে পারি কোন সমস্যা নেই আর আপনি আরেকটা জিনিস খেয়াল করুন আপনি যখন সোসিয়াল মিডিয়া গুলোতে আপনার আর্টিকেলটি পেস্ট করলেন লিংক দিয়ে। দেখা যাবে আর্টিকেলটি ওই জায়গায় আজীবন থাকবে যতদিন আপনার সোসিয়াল একাউন্ট গুলো থাকবে। এখন যত লোক আপনার সাথে ফ্রেন্ড হবে বা আসবে এখানে যতদিনই, ততদিন পর্যন্ত আপনার আর্টিকেলটি দেখতে পাবে তারা। অবশ্যই সে ওখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসবে এতে করে আপনার ভিজিটর আসতেই থাকবে। আর শুধু পোস্ট করবেন না মাঝে মাঝে আপনি যেমনটা আমরা ফেসবুকে কমেন্ট করি, বিভিন্ন এই রিলেটেড আপনি যেই রিলেটেড আর্টিকেল লিখেন ও্রই রিলেটেড পোস্টে কমেন্ট করবেন। কমেন্ট অবশ্যই সাজিয়ে লিখতে হবে যেমন আমি আপনাকে একটু বুঝিয়ে দিন

 যদি আমি অনলাইনে ইনকাম সম্পর্কে আর্টিকেল লিখেন তো অবশ্যই আমাকে ওই রিলেটেড কোন পোস্টে কমেন্ট করতে হবে তা না হলে হয়তো অনেকেই বিষয়টা খারাপ ভাবে নেবে। আপনি যখন ওই রিলেটেড পোস্টে কমেন্ট লিখবেন অবশ্যই আপনি আপনার আর্টিকেলের ভ্যালুটা পাবেন। তা না হলে সবাই এটার মূল্য বুঝবে না। তো আমি অনলাইন রিলেটেড মানে অনলাইন ইনকাম রিলেটেড পোস্ট টিতে আমার কমেন্টটি এভাবে লিখে দেবো ।

অনলাইন  ইনকাম সম্পর্কে আরো ভালো জানতে বা এই সম্পর্কে আরো জানতে ভিজিট করুন আমাদের এই সাইটে কমেন্টটি ঠিক এরকম হবে। আশা করি বুঝতে পেরেছেন

তো আমি উপরে বলেছি যে আপনাদের কিছু সোসিয়াল মিডিয়া সাইটের নাম বলে দেবো। আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি আপনি গুগল এ চার্জ দিলে আরো অনেক সাইট পেয়ে যাবেন জাস্ট  লিখবেন Top social media site list
  1.  Facebook
  2. Twitter
  3. Instagram
  4. Pinterest
  5. Thumblr
  6. Etc

 অবশ্যই আর একটি কথা বলে রাখা ভালো যেখানে আপনি পোস্ট করেন না কেন বা কমেন্ট করেন না কেন প্রতিদিন 2 একটার বা তিনটির বেশি করবেন না কারণ তাহলে  স্পাম আকারের শো করবে ফেসবুকে একই লেখা বিভিন্ন জায়গায় কমেন্ট করলে অবশ্যই এটা স্পাম আঁকড়ে ধরবে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে একইভাবে দুইটা তিনটা পোস্ট লিখবেন না বা কমেন্ট করবেন না তাহলে আপনার লাভ এর চাইতে ক্ষতিটাই বেশি হবে

ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দিয়ে মনোযোগ আকারে আমাদের পোস্টটি পড়ার জন্য ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য এসইওর বিভিন্ন পার্টস এর জন্য আমাদের অন্যান্য ব্লগ গুলো পড়তে পারেন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এক অসমাপ্ত ভালোবাসার গল্প

একটি মর্মান্তিক ভালোবাসার গল্প

কিভাবে লেখালেখি করে অনলাইন থেকে ইনকাম করবেন