কিভাবে গুগল ব্লগ সাইট ওপেন করবেন,জেনে নিন কিভাবে একটি নতুন ব্লগ ওয়েবসাইট খুলবেন

কিভাবে একটি নতুন ব্লগ সাইট ওপেন করবেন
 আপনাকে অনলাইন নতুন জগতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে নতুন একটি  গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য।
@Mahabubstory56s


আপনি অবশ্যই জানেন যে ব্লগিং করে ইনকাম করা যায়। আর তাই আপনি চলে আসছেন কিভাবে একটি ব্লগ সাইট ক্রিয়েট করা যায় সেটি জানার জন্য। অবশ্যই ব্লগিং করে হাজার হাজার টাকা ইনকাম করা যায় প্রতি মাসে। তবে তার জন্য দরকার প্রচুর ধৈর্য, এবং তার সাথে দরকার যথেষ্ট অভিজ্ঞতা। অবশ্য সবাই ইনকামের জন্য ব্লগিং করে না, ব্লগিং করা কারো কারো জন্য একটি নেশা। অথবা লেখালেখি করতে ভালো লাগে তাই ব্লগিং করে। আচ্ছা যে যেটাই করুক না কেন আমরা আমাদের কাজে চলে যাই।

আমরা আজকে শিখব কিভাবে একটি ব্লগ সাইট ক্রিয়েট করা যায়
ব্লগ সাইট ক্রিয়েট করার জন্য অবশ্যই  আপনার একটি জিমেইল থাকতে হবে্ ।যদি জিমেইল একাউন্ট না থাকে তবে আপনি একটি জিমেইল একাউন্ট ক্রিয়েট করে নিবেন। তারপর আপনি চলে যাবেন এই সাইটটিতে https://www.blogger.com/
তারপর ক্লিক করুন Create your blog তারপর সেখানে লেখা আসবে টাইটেল,

অর্থাৎ আপনি আপনার ব্লগ টি তে কি টাইটেল দিতে চান,অবশ্যই আপনি যে বিষয়ে এ ব্লগ টি লিখবেন সেই বিষয়ে একটি টাইটেল দিবেন ।টাইটেল ভুল হলে সমস্যা নেই আপনি পরবর্তীতে সেটিং-এ গিয়ে ঠিক করে নিতে পারবেন। আর আমার ইন্টারফেসটি এখানে শো করেছে, আপনারটা এভাবে নাও আসতে পারে। তবে লেখাগুলো শো করবে। কারণ  আমার ব্লগটা আপডেট দেওয়া তাই এরকম ইন্টারফেস আসছে। আচ্ছা আমি একটি ব্লগ টাইটেল দিলাম।

তারপর NEXT ক্লিক করুন ।আপনার ব্লগ টিতে টাইটেল এবং অ্যাড্রেস একসাথে আসতে পারে, এতে কোন সমস্যা নেই।


আচ্ছা এবার আমরা একটি এড্রেস দেব। এড্রেসটি ইউনিক হতে হবে। অবশ্যই এমন একটি এড্রেস ব্যবহার করতে হবে  যেই নামটি আগে আর কেউ নেই নি। হয়তো আপনি আপনার নাম দিও ব্লগ টি খুলতে পারেন। তবে অবশ্যই নামের শেষে আপনাকে  2 একটি  সংখ্যা অ্যাড করতে হবে তা না হলে আপনার এড্রেস টি নিবে না। আর যদি আপনার ওই নামে আর কেউ ব্লগ একাউন্ট না করে থাকে তাহলে আপনার নামটি নিবে। অথবা আপনি যে বিষয়ে জানেন ওই  বিষয়টি একটি নাম দিবেন যদি নেয় তো ভালো। না নিলে কিছু সংখ্যা এড করে দিবেন। অথবা একটি (অ্যাড দা রেট) ইউজ করবেন ।অর্থাৎ  একটি সংখ্যা ইউজ করার চেষ্টা করবেন। কারণ বেশি সংখ্যা দিলে ব্লগ নামটি একটু দেখতে খারাপ লাগতে পারে। কেননা আপনি ব্লগ নামটি আর চেঞ্জ করতে পারবেন না।উপরের ছবিটিতে দেখুন আমি হেলথ টিপস একটি এড্রেস দিয়েছি এড্রেসটি নেয় নি। তার জন্য আমি নামটি পরিবর্তন করে টপ হেলথ ব্লগ দিয়েছি। দেখুন এখন নামটি নিয়েছে।নিচের  ছবিটি দেখুন এটা নিয়েছে। অর্থাৎ আপনার নামটি ইউনিক না হলে নিবে না, ওইখানে সরি লেখা আসবে
 আচ্ছা এবার আপনার নামটি যদি এভেলেবেল কেউ না নিয়ে থাকে তাহলে নিয়ে নেবে ।তারপর আপনি Save ক্লিক করুন।এবার আপনার ব্লগ টি কমপ্লিট হয়ে গেছে।  New post ক্লিক করে আপনি আপনার  যে বিষয়ে ব্লগ টি ওপেন করেছেন ওই বিষয়ে লিখতে পারেন।


এবার আপনি আপনার লেখাগুলো লিখে পাবলিশ এ ক্লিক করে দিন ।এভাবে আপনি প্রতিদিন একটি করে পোস্ট করে থাকুন। মিনিমাম 30 থেকে 40 টা পোস্ট হওয়ার পর তারপর আপনার ইচ্ছা অনুযায়ী আস্তে আস্তে পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দিয়ে আমাদের ব্লগ টি পড়ার জন্য। কোন হেল্প লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।

কিভাবে আফিলিয়েট করে ইনকাম করা যায়, তা জানার জন্য এখানে ক্লিক করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এক অসমাপ্ত ভালোবাসার গল্প

একটি মর্মান্তিক ভালোবাসার গল্প

কিভাবে লেখালেখি করে অনলাইন থেকে ইনকাম করবেন